Thursday, November 4, 2021

বাংলায় প্রশ্ন ও উত্তর:


নিন্মে ফটোশপের কিছু প্রশ্ন এবং তার উত্তর দেওয়া হল:-

 

১। প্রকৃতিগত দিক থেকে গ্রাফিক্সকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ ২ ভাগ

২। গ্রাফিক্স সফটওয়ার নির্মাতার নাম কি?
উত্তরঃ জন ওয়ারনক

৩। ফটোশপ ইনস্টলের জন্য নূন্যতম কত গিগাবাইট র‌্যামের প্রয়োজন হয়?
উত্তরঃ  ১ GB

৪। কোন মেনু থেকে প্যালেট আনা হয়?
উত্তরঃ উইন্ডো

৫। নিউ লেয়ার তৈরি করতে কোন মেনু দরকার?
উত্তরঃ লেয়ার

৬। রুলার আনার শর্টকাট কি?
উত্তরঃ Ctrl+R

৭। কোন অবজেক্ট বা শেপ হুবহু তৈরি করতে কোন টুল ব্যবহার করা হয়?
উত্তরঃ পেন টুল

৮। শো বাউন্ডারি বক্স কোথায় থাকে?
উত্তরঃ অপশন বার

৯। ফটোশপের মুভ টুলের শর্টকাট কি?
উত্তরঃ V

১০। ফটোশপের বিভিন্ন টুল অপশন এবং প্যালেট না থাকলে কোথা থেকে আনা যায়?
উত্তরঃ মেনুবার

১১। গ্রুপ করার শর্টকাট কি?
উত্তরঃ  Ctrl+G

১২। পাসপোর্ট ছবির মাপ নিচের কোনটি?
উত্তরঃ  হাইট ৫ সে.মি. X ওয়াইড ৪ সে.মি.

১৩। ফটোশপের জুম করার শর্টকাট কি?
উত্তরঃ Ctrl + +

১৪। ফরগ্রাউন্ড কালার কালো করতে নিচের কোনটি ব্যবহার করতে হয়?
উত্তরঃ D

১৫। কোন পেজের নির্দিষ্ট কালার সিলেক্ট করতে কোন টুল ব্যবহার করতে হয়?
উত্তরঃ আইড্রপার

১৬। ফটোশপের ফুল স্ক্রীন করতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
উত্তরঃ F

১৭। ছবি রোটেট করা যায় কোন মেনুর মাধ্যমে?
উত্তরঃ ইমেজ

১৮। ক্রপ টুলের শর্টকাট কি?
উত্তরঃ C

১৯। ডুপ্লিকেট লেয়ার তৈরী করা যায় কোন মেনুর মাধ্যমে?
উত্তরঃ লেয়ার

২০। স্ক্যানার কী-
উত্তরঃ ইনপুট যন্ত্র

২১। ছবির ব্রাইটনেস কমবেশি করা যায় কোনটির মাধ্যমে?
উত্তরঃ Ctrl+L

২২। ম্যাজিক অন টুলের ব্যবহার কি?
উত্তরঃ একই জাতীয় কালার সিলেক্ট করতে

২৩। ছবির কালার লেবেল পরিবর্তন করা হয় কোনটির মাধ্যমে?
উত্তরঃ Ctrl+L

২৪। ছবির কালার ব্যালেন্স পরিবর্তন করা হয় কোনটির মাধ্যমে?
উত্তরঃ Ctrl+B

২৫। ছবির অটো কনটেস্ট পরিবর্তন করা হয় কোনটির মাধ্যমে?
উত্তরঃ Alt+Shift+Ctrl+L

২৬। ছবির অটো কালার পরিবর্তন করা হয় কোনটির মাধ্যমে?
উত্তরঃ Shift+Ctrl+B

২৭। ইনভার্ট এর শর্টকাট কি?
উত্তরঃ Ctrl+I

২৮। Actions প্যালেট এর শর্টকাট কি?
উত্তরঃ F9

২৯। Info প্যালেট এর শর্টকাট কি?
উত্তরঃ F8

৩০। লেয়ার প্যালেট আনার শর্টকাট কি?
উত্তরঃ F7

৩১। কালার প্যালেট এর শর্টকাট কি?
উত্তরঃ F6

৩২। ব্রাশ প্যালেট এর শর্টকাট কি?
উত্তরঃ F5

৩৩। Swatches প্যালেট আনার শর্টকাট কি?
উত্তরঃ F6

৩৪।কোন টুলের মাধ্যমে তারকা তৈরি করা যায়?
উত্তরঃ স্টার টুল

৩৫। অপাসিটি কোন মেনুর আন্ডারে?
উত্তরঃ  উইন্ডো

৩৬। লম্বভাবে লিখতে কোন টুল ব্যবহার করা হয়?
উত্তরঃ  ভার্টিক্যাল টাইপ টুল

এই পোস্টটি মূলত যারা নতুন ফটোশপ শিখছেন তাদের জন্য।  আশা করি অনেকেরই কাজে আসবে লেখাটি।

No comments:

Post a Comment